PM Scholarship 2025: ছাত্রছাত্রীদের জন্য বড় সুযোগ,আজই আবেদন করুন

Leave a comment
দেশের বহু মেধাবী ছাত্রছাত্রী আর্থিক সমস্যার কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হন। ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্র সরকার চালু করেছে নতুন একটি স্কলারশিপ। সমস্ত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াতে কেন্দ্রীয় সরকার প্রতি বছর চালু করে থাকে একাধিক স্কলারশিপ প্রকল্প। সেই তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রকল্প হল PM Scholarship Scheme বা প্রধানমন্ত্রী স্কলারশিপ প্রকল্প ২০২৫।
প্রধানমন্ত্রী স্কলারশিপ ২০২৫ (PM Scholarship 2025) হলো ভারতের ছাত্রছাত্রীদের জন্য একটি বিশেষ আর্থিক সহায়তা কর্মসূচি, যা মূলত শহীদ সেনা সদস্য, প্যারামিলিটারি ফোর্স ও রেলওয়ে কর্মীদের সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা করার উদ্দেশ্যে চালু করা হয়েছে।
এই স্কলারশিপের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে আর্থিক সমস্যা দূর করা এবং তাদের স্বপ্নপূরণে সাহায্য করা।
শহীদ সেনা ও প্যারামিলিটারি ফোর্স সদস্যদের সন্তান বা কন্যারা।
রেলওয়ে কর্মীদের সন্তান যারা চাকরি করা অবস্থায় প্রাণ হারিয়েছেন।
সর্বোচ্চ ৩০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
সর্বনিম্ন ৬০% নাম্বার সহ যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে এমন শিক্ষার্থীরা আবেদন করতে পা
রবে।
ছাত্র ₹২,৫০০ (মাসিক) ₹৩০,০০০ (বার্ষিক)
ছাত্রী ₹৩,০০০ (মাসিক) ₹৩৬,০০০ (বার্ষিক)
RPF ছেলে ₹২,০০০ (মাসিক) ₹২৪,০০০ (বার্ষিক)
RPF মেয়ে ₹২,২৫০ (মাসিক) ₹২৭,০০০ (বার্ষিক)
(এই টাকা DBT (Direct Benefit Transfer)-এর মাধ্যমে সরাসরি ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠা
নো হয়।)
আবেদন শুরু: এপ্রিল ২০২৫
আবেদন শেষ: ৩১ আগস্ট ২০২৫
ফল প্রকাশ: অক্টোবর ২০২৫
✅ আপনার মার্কশীট
✅ ইনকাম সার্টিফিকেট
✅ ব্যাঙ্ক একাউন্ট পাসবুক
✅ আধার কার্ড
✅ ইনস্টিটিউশনের সার্টিফিকেট
1. অফিসিয়াল ওয়েবসাইটে যান: https://ksb.gov.in
2. “PMSS Scholarship” অপশন সিলেক্ট করুন।
3. রেজিস্ট্রেশন করে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
4. সকল ডকুমেন্ট আপলোড করুন।
5. সাবমিট করে Acknowledge রিসিপ্ট সংরক্ষণ করুন।
একবার নির্বাচিত হলে শিক্ষার্থী প্রতি বছর রিনিউ করতে পারবে।
শুধুমাত্র অনলাইন মাধ্যমেই আবেদন গ্রাহ্য হবে।
PM Scholarship 2025 হলো একটি স্বপ্নপূরণের সেতু, যা অনেক দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর জীবন বদলে দিতে সক্ষম। যদি আপনি বা আপনার পরিবারের কেউ এই স্কলারশিপের যোগ্য হন, তাহলে নির্ধারিত সময়ের মধ্যে খুব শীঘ্রই আবেদন করুন ।
Sign in to your account