Jio Customer Associate Job-জিও কোম্পানি দিচ্ছে ঘরে বসে নিজের স্মার্ট ফোন থেকেই কাজ করার সুযোগ। আসুন জেনে নেই বিস্তারিত
জিও কোম্পানি দিচ্ছে খুব বড় একটি সুযোগ আপনার হাতে যদি ১০-১৫ হাজার টাকার একটি মোবাইল থাকে তাহলে সেই মোবাইল ফোন দিয়েই আপনি করতে পারবেন জিও কোম্পানির কাজ। এই কাজটি সম্পূর্ণ work from homejob রাজ্যের যে কোন জেলা থেকে ছেলে এবং মেয়ে সবাই করতে পারবেন এই jobটি

Jio Customer Associate Job
এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল। সাধারণত আজকালকার সময় আমরা সবাই স্মার্ট ফোন ব্যবহার করি আর সকলের সিমকার্ড অবশ্যই থাকে আর সিম কার্ডের মধ্যে আমরা বেশিরভাগ সময়ই দেখে থাকি আমরা সবাই বেশিরভাগ জিও সিমে ব্যবহার করি।
আমরা সবাই হয়তো খেয়াল করে দেখেছি আমাদের জিও সিমের মধ্যে যখন রিচার্জ শেষ হয়ে যায় তখন জিও কোম্পানি থেকে আমাদেরকে কল করে বলা হয় রিচার্জ করার জন্য। আপনাকে এই কাজটিই করতে হবে। কাস্টমারের মোবাইলে যখন রিচার্জ শেষ হয়ে যাবে তখন তাদেরকে ফোন করে রিচার্জ করার জন্য remind করতে হবে । আর এই কাজটিই হল Jio Customer Associate Job
আমরা জানি যে জিও কোম্পানির অনেক প্রোডাক্টটি রয়েছে যেমন Jio Sim,jio fiber, jio setup box, ইত্যাদি এই প্রোডাক্ট গুলো যখন কাস্টমার কিনতে চাইবে সাধারণত সেই কাস্টমার জিওর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপসে গিয়ে ইনকয়ারি করবে তারপর সেই কাস্টমারের নাম্বার এবং ডিটেইলস জিওর পটালে সেভ হয়ে যাবে তারপর সেই সেভ হওয়া ডিটেলস দিয়ে আপনাকে তাদের সাথে কন্টাক্ট করে তাদেরকে এই বিষয়গুলিতে সাহায্য করতে হবে
✅ Jio Customer Associate Job Eligibility (2025)
🔹 Educational Qualification:
Minimum: 10th Pass (Matriculation) from a recognized board.
Preferred: 12th Pass, Diploma, or Graduation (not mandatory but beneficial).
🔹 Age Limit:
Minimum: 18 years
Maximum: No specific upper age limit mentioned officially (but generally up to 30–35 years preferred).
🔹 Skills Required:
Good communication skills (Hindi/English and/or local language).
Basic sales knowledge or interest in selling mobile devices, SIMs, or Jio services.
Ability to use smartphones and basic digital apps (like MyJio, WhatsApp, etc.).
Basic understanding of retail operations and customer service.
📝 Jio Customer Associate Job অ্যাপ্লাই করার প্রক্রিয়া
✅ ধাপ ১: Jio অফিসিয়াল ওয়েবসাইটে যান
1. আপনার মোবাইল বা কম্পিউটারে যে কোনও ব্রাউজারে যান
2 Official website a যান
✅ ধাপ ২: আপনার প্রোফাইল তৈরি করুন
1. উপরের ডানদিকে “Login / Sign Up” অপশনে ক্লিক করুন
2. আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নতুন অ্যাকাউন্ট রেজিস্টার করুন
3. OTP দিয়ে মোবাইল নম্বর ভেরিফাই করুন
✅ ধাপ ৩: চাকরি সার্চ করুন
1. হোমপেজে আসার পর “Search Jobs” অপশনে ক্লিক করুন
2. সার্চ বক্সে টাইপ করুন 👉 “Customer Associate”
3. আপনার জেলা বা রাজ্য সিলেক্ট করুন (যেমন: Kolkata, Murshidabad, etc.)
✅ ধাপ ৪: পছন্দসই পোস্টে ক্লিক করুন
1. আপনার এলাকায় যেসব Customer Associate পোস্ট শো করছে, সেগুলোর যেকোনো একটিতে ক্লিক করুন
2. পুরো জব ডিসক্রিপশন, যোগ্যতা, দায়িত্ব ভালোভাবে আগে পড়ে নিন ।
✅ ধাপ ৫: Apply Now
1. নিচে থাকা “Apply Now” বাটনে ক্লিক করুন
2. আপনার প্রোফাইল ইনফরমেশন ও রেজ্যুমে (যদি চায়) সাবমিট করুন
3. সবশেষে Submit করুন
Jio customer associate job এপ্লাই করতে যদি কোন রকমের সমস্যা হয় তাহলে নিচে দেওয়া ভিডিওটি আপনি দেখতে পারেন ।