iPhone এর দাম বাড়ছে? ট্রাম্পের শুল্ক নীতিতে Apple এর বড় সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় এলে চীনা পণ্যের ওপর ৬০% পর্যন্ত শুল্ক বসানোর পরিকল্পনার কথা জানিয়েছেন। আর এর সরাসরি প্রভাব পড়তে পারে আমাদের পরিচিত ও প্রিয় Apple আইফোনের ওপর।Apple-এর বেশিরভাগ পণ্য এখনও চীনে তৈরি হয়। তাই ট্রাম্পের এই নতুন শুল্ক নীতির ফলে iPhone-এর দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু Apple বসে নেই। তারা এরই মধ্যে ভাবতে শুরু করেছে কীভাবে এই ঝুঁকি কমানো যায়।

বিশ্বস্ত সূত্র বলছে, Apple তাদের উৎপাদন ঘাঁটি চীন থেকে সরিয়ে ভারত ও ভিয়েতনামের মতো দেশে স্থানান্তরের পরিকল্পনা করতে শুরু করেছে। এর ফলে একদিকে যেমন শুল্ক ফাঁকি দেওয়া সম্ভব হবে, অন্যদিকে উৎপাদন খরচও কমানো যাবে। তাছাড়া, দক্ষিণ এশিয়ায় উৎপাদন মানে আরও বেশি কর্মসংস্থান ও সরবরাহ চেইনের বৈচিত্র্য।

Apple News

তবে এসব পরিকল্পনা বাস্তবায়নে সময় লাগবে। আর ততদিনে হয়তো iPhone-এর মূল্য আরও বৃদ্ধি পাবে। ফলে সাধারণ ক্রেতার জন্য নতুন iPhone কেনা হয়ে উঠতে পারে আরও কষ্ট কর।

ট্রাম্পের চড়া শুল্ক নীতির ফাঁদ থেকে বাঁচতে Apple নতুন পথ খুঁজছে ঠিকই, কিন্তু এর মাঝে ভুক্তভোগী হতে পারি আমরাই — যারা প্রতি বছর নতুন iPhone-এর অপেক্ষায় থাকি।

Social Share Icons
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *